9786200609984: স্তন ক্যান্সার: সচেতনতা ও পথ-নির্দেশিকা

Sinopsis

বিশ্ব ব্যাপী গবেষণার তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রতি ১২ জন নারীর একজন তার জীবদ্বশায় স্তন ক্যান্সারের স্বীকার হন l কোনো কোনো গবেষণাপত্র বলছে, এই হার প্রতি ৮ জন্যে একজন l "আমেরিকান ক্যান্সার সোসাইটির" পরিসংখ্যানমতে (২০২০), প্রতি বছর শুধু মাত্র আমেরিকাতেই প্রায় পৌনে তিন লক্ষ স্তন ক্যান্সারের নতুন রোগী সনাক্ত হয় এবং প্রায় ৫০ হাজার স্তন ক্যান্সারের রোগী প্রতি বছর সেখানে মারা যায় l আমাদের দেশের বর্তমান পেক্ষাপটে, নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান আমাদের হাতে না থাকলেও, এ কথা নির্দ্বিধায় অনুমেয় যে, আমাদের দেশে এর বাস্তবরূপ আরো ভয়াবহ l স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার দুটোই এখানে অনেক বেশি l এর অন্যতম প্রধান কারণ, অধিকাংশ ক্ষেত্রে স্তন ক্যান্সারের রোগীরা সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন না l যার মুলে রয়েছে, এই রোগ ও তার প্রকাশ সম্পর্কে সঠিক ধারণা না থাকা l ফলাফল অহেতুক কালক্ষেপন, ভয়াবহ পরিনাম l অথচ স্তন প্রাথমিক অবস্থায় সম্পূর্ণ নিরাময়যোগ্য l স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস l

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.